License Issuance & Management System
Bangladesh Telecommunication Regulatory Commission
বিষয়: হার্ডকপি লাইসেন্সের পরিবর্তে LIMS এর মাধ্যমে e-License প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি। কমিশনে লাইসেন্স প্রত্যাশী আবেদনকারীগণের যথাযথ সেবা নিশ্চিত করাসহ দ্রুততার সাথে লাইসেন্স প্রদান/নবায়ন/ঠিকানা পরিবর্তন/সংশোধন ইত্যাদি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে হার্ডকপি লাইসেন্স ইস্যু/নবায়ন -এর পরিবর্তে আগামী ১৭ মে ২০২৫ খ্রিঃ তারিখ বিশ্ব টেলিযোগাযোগ দিবস হতে কেবলমাত্র LIMS এর মাধ্যমে আবেদন প্রাপ্তি সাপেক্ষে e-License প্রদানের বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমতাবস্থায়, বর্তমানে বিদ্যমান সকল লাইসেন্সধারী/রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী/ এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারী প্রতিষ্ঠানসমূহকে জরুরীভিত্তিতে LIMS (https://lims.btrc.gov.bd) পোর্টালে User Account সৃষ্টি করতঃ নিজ নিজ প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য দাখিল/ইতোপূর্বে দাখিলকৃত তথ্য হালনাগাদ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো। এক্ষেত্রে আবেদনের সাথে প্রয়োজনীয় হালনাগাদ ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে e-License প্রদান করা হবে।
visit us :Bangladesh Telecommunication Regulatory Commission, Plot: E-5/A, Agargaon Administrative Area, Sher-E-Bangla Nagar, Dhaka-1207.
mail us : lims@btrc.gov.bd
phone us : 100 (Call Center)