License Issuance & Management System
Bangladesh Telecommunication Regulatory Commission
বিষয়: ০১ জানুয়ারি, ২০২৫ থেকে লাইসেন্স/রেজিস্ট্রেশন সার্টিফিকেট/এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু, নবায়ন, বাতিল ও সংশোধন সংক্রান্ত সকল আবেদন LIMS-এর মাধ্যমে দাখিল সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। ০১। এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১ জানুয়ারী, ২০২৫ তারিখ থেকে কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক লাইসেন্স/রেজিস্ট্রেশন সার্টিফিকেট/এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু, নবায়ন, শেয়ার হস্তান্তর, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত সকল আবেদন হার্ডকপি ও D-Nothi এর পরিবর্তে কেবলমাত্র LIMS পোর্টালের (https://lims.btrc.gov.bd) মাধ্যমে গ্রহণের বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছে। ০২। একইসাথে, বর্তমানে বিদ্যমান সকল লাইসেন্স/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ এনলিস্টমেন্ট সার্টিফিকেটধারীকে জরুরীভিত্তিতে LIMS পোর্টালে নিজ নিজ প্রতিষ্ঠানের User Account সৃষ্টি করতঃ ইতোপূর্বের দাখিলকৃত তথ্য হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।০৩। উল্লিখিত তারিখ হতে লাইসেন্স/রেজিস্ট্রেশন সার্টিফিকেট/এনলিস্টমেন্ট সার্টিফিকেট ইস্যু, নবায়ন, শেয়ার হস্তান্তর, ঠিকানা পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত বিষয়ে আবেদনের ক্ষেত্রে কোন ক্রমেই হার্ডকপি ও D-Nothi-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বা তা পরবর্তী কার্যক্রমের জন্য বিবেচনায় আনা হবে না। ০৪। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
visit us :Bangladesh Telecommunication Regulatory Commission, Plot: E-5/A, Agargaon Administrative Area, Sher-E-Bangla Nagar, Dhaka-1207.
mail us : lims@btrc.gov.bd
phone us : 100 (Call Center)